চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেইটে অত্যাধুনিক স্ক্যানার মেশিন স্থাপন
প্রকাশিত : ১৪:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭
রাজস্ব ফাঁকি এবং চোরাচালান বন্ধে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেইটে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক স্ক্যানার মেশিন। বন্দর ব্যবহার করে অবৈধ পণ্য খালাস রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, কাস্টমস কর্মকর্তারা। এতে পণ্য শুল্কায়নে স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে জানান কাস্টমস কমিশনার।
স্ক্যানার সংকটের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে চোরাকারবারীরা। বিভিন্ন সময় আমদানি নিষিদ্ধ পণ্যের চালান ধরা পড়লেও অধিকাংশ সময় পার পেয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। মিথ্যা ঘোষণায় পণ্য খালাস এখানে অনেকটা যেন স্বাভাবিক প্রক্রিয়া। স্ক্যানারের অভাবে বন্দরের ১২টি গেটের ভেতর ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ৮টি গেট। এতে দিনদিন গতিশীলতা হারাচ্ছে গুরুত্বপূর্ণ এই বন্দর।
আমদানি-রপ্তানি পণ্যের চালান শতভাগ স্ক্যানিংয়ের বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ পণ্যের শতভাগ পরীক্ষা যেমন হয় না, তেমনি কন্টেইনার জটের কারণে হয়রানিতে পড়েন ব্যবসায়ীরা।
চোরচালানী রোধে শিগগির বন্দরের ১২টি গেটে স্ক্যানার মেশিন স্থাপনের কথা জানিয়েছেন কাস্টমস কমিশনার।
এসব আধুনিক স্ক্যানার যুক্ত হলে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চট্টগ্রাম কাস্টমস হাউস উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলেও আশা এই কর্মকর্তার।
আরও পড়ুন