ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:১৯, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে পাঁচ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন। চারদিনের সম্মেলনে থাইল্যান্ড, নেপাল, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশের ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। উপাচার্য বলেন, সম্প্রতি উচ্চবিত্ত পরিবারের তরুণদের উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের সম্মেলন সন্ত্রাসবাদের বিকাশের পথ রুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি