চট্টগ্রাম লুব্রিকেন্টস্ মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সেমিনার কক্সবাজারে অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:৫১, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫১, ২১ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম লুব্রিকেন্টস্ মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সেমিনার কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ’সময় তিনি বলেন, সরকার বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুঁজি করে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যবসায়ীদের সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন