চট্টগ্রামে কম্বল বিতরণ করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক
প্রকাশিত : ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম নগরীর ষোলশহর আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।
এ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের জোনাল হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মুজিবুল কাদের। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য দেন ব্যাংকের আগ্রাবাদ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমিনুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরে দেশ জাতির সম্মৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
আরও পড়ুন