ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে তথ্য প্রযুক্তি মেলার আয়োজন

প্রকাশিত : ২১:০৩, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০৩, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগনের সেবার পরিধি আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন ক্ষুদে বিজ্ঞানীরা। উদ্যোক্তারা মনে করেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগনের হয়রানি অনেক কমবে। পরিচ্ছন্ন ও সুন্দর বাসস্থান গড়তে  বহুতল ভবনের জন্য ‘অটোমেটিক ডাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে মেলায় একটি প্রজেক্ট উপস্থাপন করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী। যার মাধ্যমে ভবনের বাসিন্দারা নিচে না নেমেই পাইপের মাধ্যমে সিটি করপোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে পারবে। একইভাবে যানজট থেকে সময় বাঁচাতে হেক্সা কপ্টার নামক বিশেষ ড্রোন নির্মাণ, স্মার্ট ট্রাফিক সিস্টেম, স্বয়ংক্রিয় গাড়ি পার্কিংসহ বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে তরুণ উদ্ভাবকরা। সরকারি বিভিন্ন দপ্তরে যেসব ডিজিটাল সেবা যুক্ত হয়েছে তা প্রদর্শন করা হয় মেলায়। মেলার উদ্ভাবনী ও সৃষ্টিশীল প্রজেক্ট তরুণদের যেমন আকৃষ্ট করেছে, তেমনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা ও ঝামেলামুক্ত পরিবেশে- কম সময়ে সেবা নিতে পারায় সন্তুষ্ট দর্শনার্থী এবং সেবা গ্রহীতারা। জনগণের সাথে সরকারি কর্মচারি-কর্মকর্তাদের দূরত্ব ঘোচাতে এ মেলা ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। তিনদিনের মেলায় অংশ নেয় বিভিন্ন সরকারি দপ্তর, সেবাখাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৯টি স্টল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি