ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত , আহত ৫

প্রকাশিত : ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার দেওয়ানবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বহুতল ভবন। আহত হয়েছে ৫ জন। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বন্দরনগরীর দেওয়ানবাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটির এই ভবনটি আনোয়ারার আরাবিয়া খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফ সম্পত্তি। ভোরে ৬ তলা এই ভবনের বাসিন্দাদের ঘুম ভাঙ্গে বিকট শব্দে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী আবদুল মোতলেবের তৃতীয় তলার ফ্ল্যাটে ভোর ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার ১৮টি ফ্ল্যাট সহ আশপাশের কয়েকটি ভবনের দরজা-জানালা ভেঙ্গে যায়। বিস্ফোরণে আহত হয় তৃতীয় তলার ওই পরিবারের চারজন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ভবনটি ঘিরে ফেলে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভবনটির আয়ের উপর মাদ্রাসার এতিমখানার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রিন্সিপাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি