চট্টগ্রামে শিক্ষক সমাবেশ
প্রকাশিত : ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০২, ১৯ জানুয়ারি ২০১৭
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি ৬ দফা দাবিতে চট্টগ্রামে শিক্ষক সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেএম সেন হল প্রাঙ্গণে জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবু বক্কর সিদ্দিক। অষ্টম বেতন কাঠামো অনুযায়ি বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি বিধি অনুযায়ি বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ৬ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এর আগে সমাবেশ মঞ্চে গণসঙ্গীত পরিবেশিত হয়।
আরও পড়ুন