ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে সোহেল হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ১৬:১৫, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১৫, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

CTG PUচট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল আহমেদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে নগরীর ওয়াসা মোড় এলাকায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। হত্যাকাণ্ডের ছয় দিন পরও ঘটনার মূল হোতাদের পুলিশ গ্রেফতারে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। গেলো ২৯শে মার্চ চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে নাসিম আহমেদ সোহেল ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ৫ জনকে গ্রেফতার করলেও মামলার মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এদিকে, পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আবারো ক্লাশ শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি