ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ৪ ধরনের পন্য বিক্রি করছে টিসিবির

প্রকাশিত : ১৩:৩১, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৩:৩১, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে রমজানের অত্যাবশ্যকীয় ছোলা, চিনি, সয়াবিন তেল ও মসুর ডালসহ চার ধরনের ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি শুরু করেছে টিসিবি। নগরীর আগ্রাবাদ, নাসিরাবাদ, ষোলশহর, জামাল খান, ইপিজেডসহ ১০টি পয়েন্টে ১০ জন ডিলার বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এসব পণ্য বিক্রি করা শুরু করে। এতে প্রতি কেজি ছোলা ৭০ টাকা, চিনি ৪৮ টাকা, মসুর ডাল ৯০টাকা ও ৮০ টাকা লিটার হিসেবে সোয়াবিন তেল কেনেন ক্রেতারা। প্রতিটি ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে জানান টিসিবি কর্মকর্তারা। তবে ইফতারের অন্যতম উপকরণ খেজুর রোজার আগের দিন থেকে বিক্রি হবে বলেও জানান তারা। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি ছোলা, ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি খেজুর কিনতে পারবেন টিসিবির এসব ট্রাক থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি