চট্টগ্রামের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
প্রকাশিত : ১৮:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭
চট্টগ্রামের কদমতলীতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে ফোর স্টার সিএনজি ষ্টেশন নামের একটি সার্ভিসিং সেন্টারসহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন। এ’সময় পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারবার নোটিশ দেয়ার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানান রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আরও পড়ুন