ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

চট্টগ্রামের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ

প্রকাশিত : ১৮:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কদমতলীতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে ফোর স্টার সিএনজি ষ্টেশন নামের একটি সার্ভিসিং সেন্টারসহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন। এ’সময় পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারবার নোটিশ দেয়ার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানান রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি