চট্টগ্রামের বাজারে কমছে না শীতের সবজিসহ মাছ, মাংসের দাম
প্রকাশিত : ১৮:০১, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৩ জানুয়ারি ২০১৭
ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারে কমছে না শীতের সবজিসহ মাছ, মাংসের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও বিভিন্ন অজুহাতে বিক্রেতারা দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। এ’জন্য বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ বেড়েছে সিম, সিমের বিচি, মুলা, বাঁধাকপি, ফুলকপি, বেগুনসহ শীতের সবজির। বেড়েছে সাগরের মাছসহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ।
সরবরাহ বাড়লেও কমছে না নিত্যপণ্যের দাম। এ’জন্য বিক্রেতাদের কারসাজিকে দায়ী করছেন ক্রেতারা।
আর নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির জন্য বরাবরের মত সরবরাহ কম থাকার কথা বলছেন বিক্রেতারা।
এ’জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
প্রশাসনের সঠিক তদারকির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা সম্ভব বলেও মনে করেন তারা।
আরও পড়ুন