চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ৯ ডাকাতকে গ্রেফতার
প্রকাশিত : ১৭:১৬, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১৬, ৩০ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার নূরে আলম মিনা। চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয় বলে জানায় পুলিশ। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গুনীয়া এলাকা থেকে ৬ ডাকাতকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও বাঁশখালী থেকে হত্যা মামলার এক আসামীকেও আটক করে পুলিশ।
আরও পড়ুন