চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত : ১৭:১৫, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:১৫, ৩০ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাঈনুদ্দীন খান বাদল জানান, প্রকৃত শিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই তিনি ছাত্রদের মাঝে দেশপ্রেম গড়ে তোলার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আতাউল হকসহ শিক্ষক সমিতির নেতারা।
আরও পড়ুন