ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চরম আবাসন সঙ্কটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৯:৪৯, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ১৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চরম আবাসন সঙ্কটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুটি হলে তিল ধারণের জায়গা না থাকায় হাসপাতালের টিনশেডে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে তারা। এমবিবিএস শিক্ষার্থীেেদর মতোই একেকটি কক্ষে গাদাগাদি করে থাকেন ৩০ থেকে ৩৫ জন ইন্টার্ণ ডাক্তারও। স্বাস্থ্য অধিদফতরের র‌্যাঙ্কিংয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তিন নম্বরে। এমবিবিএস আর বিডিএস মিলে প্রতি বছর কলেজটিতে ভর্তি হন ২শ শিক্ষার্থী। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এসব শিক্ষার্থীর অনেককেই থাকতে হচ্ছে নোংরা-ঘিঞ্জি পরিবেশে। পর্যাপ্ত আবাসিক হল নেই- তাই হাসপাতালের ছাদে টিনশেডের একেকটি কক্ষে ৩০ থেকে ৪০ জনের বাস। নেই প্রয়োজনীয় টয়লেট, বাথরুম কিংবা আর সব সুযোগ-সুবিধা। গরমে হাঁসফাঁস আর বর্ষায় জল-কাদা উতরে থাকতে হচ্ছে বছরের পর বছর। এমবিবিএস, বিডিএস আর ইন্টার্ণ ডাক্তার মিলে সোহরাওয়ার্দীতে সাড়ে ৯শ’ শিক্ষার্থী। অধ্যক্ষর বক্তব্য পাওয়া না গেলেও সবার জন্য প্রয়োজনীয় হল না থাকার কথা স্বীকার করেন হাসপাতাল পরিচালক। শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে বেশিদিন চলতে থাকলে ডাক্তার হবার আগেই জটিল রোগে আক্রান্ত হবেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি