ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন ইতিহাস সৃষ্টি হবে: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ১৯:০৪, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৪, ২৫ জানুয়ারি ২০১৭

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে আশা করছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। প্রথম ছয়মাসে রাজস্ব আদায়ে ২০শতাংশ প্রবৃদ্ধির কথাও জানিয়েছেন তিনি। বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। বিশ্ব শুল্ক দিবস পালনে বৃহস্পতিবারের কর্মসূচি জানাতে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ভবনে এই সংবাদ সম্মেলন। সংস্থাটির চেয়ারম্যান জানান, রাজস্ব বাড়াতে এটর্নি জেনারেল অফিস, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড এবং স্থলবন্দর কর্তৃপক্ষকে সহযোগি সংস্থা হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে এনবিআর। বলেন, রাজস্ব আদায়ে এ অর্থবছর ছাড়িয়ে যাবে অতিতের সব রেকর্ড। কর আদায়ে ধনীদের ওপর চাপ সৃষ্টির কৌশল, সাধারণ জনগনের কর দেয়ার আগ্রহ এবং ইউনিয়ন পর্যায়ে কাজের সম্প্রসারণের কারণেই রাজস্ব বাড়ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তবে কয়েকজন শ্রমিক নেতার ব্যাংক একাউন্টের তথ্য চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান এনবিআর চেয়ারম্যান।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি