ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চামড়া শিল্পে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পাবে বলে দাবি করেছেন ট্যানারি শিল্প মালিকরা

প্রকাশিত : ১৮:৪৯, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫০, ১৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পরিবেশ বান্ধব চামড়া শিল্প প্রতিষ্ঠিত হলে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পাবে বলে দাবি করেছেন ট্যানারি শিল্প মালিকরা। সরকারের পৃষ্টপোষকতা ও উন্নত প্রযুক্তি ব্যবহারে চামড়া শিল্প দেশের তৈরি পোশাক শিল্পকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তারা। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব  চামড়া শিল্প এবং টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনারে এই দাবি করেন শিল্প মালিকরা। রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ট্যানারি শিল্প ঢাকার অদূরে সাভারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কারখানা সাভারে স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে ট্যানারি মালিকরা। ইতোমধ্যে ২৫ ট্যানারি সাভারে স্থায়ীভাবে উৎপাদন শুরু করেছে। খুব শিগরই আরো শ’খানেক কারখানা উৎপাদন প্রক্রিয়া শুরু করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ বান্ধব ট্যানারি স্থাপনের দাবি বিশিষ্টদের। আগামী ডিসেম্বরের পর হাজারীবাগে কোন ট্যানারি শিল্প থাকবে কি না তা স্পষ্ট করতে সরকারের প্রতি দাবি জানান পরিবেশবিদরা। পরিবেশের ক্ষতি না করে, দেশের উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে শিল্পপতিদের প্রতি আহ্বান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি