ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিল ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২১ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসকদের ঝুঁকি কমাতে তাদের পাশে দাঁড়ালো ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট৷ আজ শনিবার (২১ মার্চ) ট্রাস্টের পক্ষ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়৷

দুপুরে ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করে৷

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ ট্রাস্টের এ উদ্যোগের প্রসংশা করেন৷ এভাবে সব সময় চিকিৎসকদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান৷

ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসেন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে ডক্টরস ওয়লফেয়ার ট্রাস্ট৷ এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দানকারী চিকিৎসকদের পাশে দাঁড়ালো তারা৷

তিনি জানান, হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হলো৷ শুরুতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিতরণ করা হয়েছে৷ পর্যায়ক্রমে সব হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিরতণ করা হবে৷

ট্রাস্টের কমিউকেশন ডিরেকটর এস এম মামুন জানান, ট্রাস্টের সম্পদ সীমিত৷ এই সীমিত সামর্থ দিয়ে বিপুল চাহিদা পূরণ করা অসম্ভব৷ সে লক্ষ্যে আমরা তহবিল সংগ্রহ করছি৷ দুর্যোগ মোকাবেলায় ট্রাস্টের তহবিলে সহযোগিতায় সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি ৷

সাহায্য পাঠানোর জন্য:
মোবারক হোসাইন
একাউন্ট নাম্বার: 00180310042352
ট্রাস্ট ব্যাংক লিমিটেড

মো. আজমাইন ইকতিদার
একাউন্ট নাম্বার: 183151143566
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড

বিকাশ (পার্সোনাল):
01842500603
01842500604

রকেট (পার্সোনাল):
018425006039
017828706439
 
আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি