ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

চিড়িয়াখানার রক্ষীকে মেরে সিংহ-সিংহী চম্পট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২২

চিড়িয়াখানার এক রক্ষীকে মেরে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট দিল একটি পূর্ণবয়স্ক সিংহী। ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরের একটি চিড়িয়াখানায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। দুই সিংহ চিড়িয়াখানা থেকে পালাতেই লাল সতর্কতা জারি হয় আরাক ও নিকটবর্তী এলাকায়। পাশাপাশি সিংহ ও সিংহীর খোঁজে শহরে বেরিয়ে পড়ে বন দপ্তরের কর্মীরা।

জানা গেছে, গত বেশ কয়েক বছর ধরেই আরাকের চিড়িয়াখানায় ছিল ওই সিংহ ও সিংহী। তবে এদের মধ্যে সিংহটি স্বাভাবিক আচরণ করলেও সিংহীর তর্জন-গর্জন লেগেই থাকত।

ভাল খাওয়াদাওয়া ও পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করলেও তাকে কোনও মতে ‘পোষ’ মানাতে পারছিল না আরাকের চিড়িয়াখানার কর্মীরা। এখন বোঝা যাচ্ছে যে সে তক্কেতক্কে ছিল।

এদিন সুযোগ পেয়েই নিজের খাঁচার রক্ষীকে আক্রমণ করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরেই সঙ্গী সিংহকে নিয়ে খাঁচার প্রাচীর টপকে পালায়।

আরাকের মেয়র আমির হাদি বলেন, “ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা খালি করে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা।” এইসঙ্গে আরাক শহরে জারি করা হয় লাল সতর্কতা। পাশাপাশি ইরানের ওই শহরের বন দপ্তরের কর্মীরা দুই সিংহের খোঁজে আরাকে তল্লাশি শুরু করে। সিংহ-অভিযানে নামে স্থানীয় পুলিশও। লাগাতার তল্লাশি শেষে আরাকের একটি প্রান্তিক এলাকায় খোঁজ মেলে যুগলের। দ্রুত খাঁচাবন্দি করা হয় দুই সিংহকে।

আরাকের মেয়র বলেন, “ওদের জীবীত ও সুস্থ অবস্থায় উদ্ধারের চেষ্টা হয়েছিল, সেই কাজ সম্ভব করেছে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। ওদের ধন্যবাদ জানাই।”

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি