ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চির বিদায় নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুল বারী

প্রকাশিত : ১৮:৪৫, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চির বিদায় নিলেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুল বারী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মাহফুজুল বারী তৎকালীন পাকিস্তানী বিমানবাহিনীর সদস্য ছিলেন। ১৯৬৭ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন তিনি। দু’বছর কারাভোগের পর ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তি পান। একাত্তরে ২ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এই নেতা। ৭৫’এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রথমে কলকাতায় ও পরে কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এক মাস আগে দেশে ফেরেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই সদস্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি