ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

চীনের মৃত সাগরে গোলাপি আভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

চীনের মৃত সাগরের (ডেড সি) কাহিনী কার না জানা। সেই সাগরের এক পাশের পানি গোলাপি রং ধারণ করেছে। এই দৃশ্য দেখতে সেখানে পর্যেটকদের ঢল নেমেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


চীনের ইউনচেং লোনা পানির হ্রদটি ‘ডেড সি’ বা ‘মৃত সাগর’ হিসেবে পরিচিত। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম সোডিয়াম সালফেটযুক্ত অভ্যন্তরীণ লেক। চার হাজার বছর আগে চীনারা এ হ্রদ ব্যবহার শুরু করে। এখনও এ হ্রদ থেকে শিল্পকাজে ব্যবহারের জন্য লবণ উৎপাদিত হয়। এই হ্রদের এক পাশ সবুজ, আরেক পাশ গোলাপি।

‘ডেড সি’র লবণাক্ততা শতকরা ৩০ ভাগ ও সমুদ্রের পানির চেয়ে ৮ দশমিক ৬ গুণ বেশি লবণাক্ত। ইউনচেং সল্ট লেকের এ গোলাপি রঙের পেছনে রয়েছে ডুনালিয়েলা স্যালিনা নামের এক ধরনের শৈবাল। এ শৈবাল রং পরিবর্তন করায় হ্রদের এক পাশ সবুজ ও অন্য পাশ গোলাপি রং ধারণ করেছে।

 চীনের সানঝি প্রদেশের ইউনচেং শহরে অবস্থিত হ্রদটির আয়তন ১২০ বর্গ কিলোমিটার। হ্রদটিতে দুটি রং দেখার বিষয়টি দীর্ঘদিনের। তবে শীতের সময় এটি শুকিয়ে গেলে রং হারিয়ে যায়।

গত বছর একই শৈবালের কারণে হ্রদের পানি রক্তের মতো লাল রং ধারণ করেছিল বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। ভূতাত্ত্বিকদের মতে, ৫০ কোটি বছর আগে হ্রদটির সৃষ্টি। এতে মৃত সাগরের মতো লোনা উপাদান থাকায় ভেসে থাকা সহজ। এটি তাই চীনের ‘ডেড সি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

তথ্যসূত্র : জিনহুয়া

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি