ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় পাঁচ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রির অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের আমিন ফার্মেসীর বিরুদ্ধে পাঁচ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে রোগির স্বজনের কাছে বাড়তি টাকা ফেরত দেন ফার্মেসী মালিক ডা. জেড এম রওশন আমীন রতন। রবিবার রাতে হাসপাতালে ভর্তি এক রোগির স্বজনের কাছে বাড়তি মূল্যে এ ইনজেকশন বিক্রি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি শহরের ফার্মপাড়ার মো. শান্তি জানান, রবিবার রাতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী স্বজনরা হাসপাতাল সড়কের আমিন ফার্মেসী থেকে ৫০ টাকা দিয়ে এক পিচ ইজিয়াম ইনজেকশন কিনে আনেন। পরে অন্য দোকানে খোঁজ নিলে জানা যায় ইনজেকশনের দাম মাত্র পাঁচ টাকা। বিষয়টি জানাজানি হলে ফার্মেসী মালিক বাড়তি টাকা ফেরত দিয়ে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন।

ফার্মেসী মালিক ডা. জেড এম রওশন আমীন রতন জানান, দোকানের কর্মচারী ভুলক্রমে ইনজেকশনের বাড়তি দাম নিয়েছিলো। পরে রোগির স্বজনের কাছে বাড়তি টাকা ফেরত দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা ফার্মেসী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাভলু বলেন, প্রতিটি ফার্মেসীর মালিককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোন ঔষধ বিক্রি করা যাবে না। আমিন ফার্মেসীর মালিক ৫ টাকার ইজিয়াম ইনজেকশন ৫০ টাকায় বিক্রি করার অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি