ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত : ১০:৫২, ২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (চঃদাঃ) ছানোয়ার হোসেন।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি