ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বঙ্গবন্ধু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৪, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

১৭ মার্চ ১৯৭১। ফলাফল ছাড়াই শেষ হয় বাঙ্গালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রথম দফার বৈঠক। তবে, থেমে ছিল না রাজপথের আন্দোলন। এই দিন আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার দাবিতে শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ করেন। পুলিশের হামলায় আহত হয় অনেক শ্রমিক।

একদিকে ঢাকায় চলছিল মুজিব-ইয়াহিয়া বৈঠক; অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আর গোলাবারুদ আনা হচ্ছিল। উদ্দেশ্য চূড়ান্তভাবে বাঙ্গালিদের দমন।
স্বাধীনতাকামী জনতা অপেক্ষায় থাকে বঙ্গবন্ধুর দিকনির্দেশনার। তবে, ১৬ এবং ১৭ মার্চ প্রথম দফার আলোচনা শেষে বঙ্গবন্ধু জানান, সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে। অন্যদিকে, আলোচনার মধ্যেও নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর অর্থনৈতিক উপদেষ্টা রেহমান সোবহান পিপলস পার্টির নেতা মাহমুদ আলী কাসুরীর সঙ্গে আলাপ করে জানতে পারেন, আলোচনার নামে মূলত সময়ক্ষেপন করছেন ইয়াহিয়া খান।
এদিকে, আলোচনা বাদ দিয়ে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। এরইমধ্যে স্বাধীনতার প্রস্তুতি নিতে থাকে পূর্ব পাকিস্তানের জনতা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি