ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চোখে প্রকাশ পায় শারীরিক সমস্যার লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২৯, ৭ জুলাই ২০১৭

চোখ মনের আয়না। কিন্তু আপনি কি জানেন, আপনার চোখই বলে দেবে আপনার মানসিক ও শারীরিক  অবস্থার বর্তমান চিত্র । চোখের সামান্য চিহ্নই বলে দেবে আপনার স্বাস্থ্য এখন কোন পরিস্থিতিতে রয়েছে।

সাধারণত চোখের সমস্যায় আমরা চিকিৎসকের কাছে যাই পরামর্শ নিতে। কিন্তু চোখ দিয়েই বোঝা যায় হাজারো সমস্যা। এমনকি ডায়বেটিস হলেও তার প্রথম লক্ষণ ফুটে ওঠে চোখেই।  তাই সুস্থ থাকতে নিয়মিত চোখের পরীক্ষা করান। এমনই বেশ কিছু লক্ষণ আছে যা আপনার শরীরের সমস্ত কিছুর জানান দেবে ৷ এই ধরনের লক্ষ্মণগুলো হল-

১) লাল চোখ উচ্চ রক্তচাপের জানান দেয়।

২) হলুদ চোখ ডায়বেটিসের লক্ষ্মণ।

৩) আইরিস রিং হাই কোলেস্টলের জানান দেবে।

৪) চোখের পলক নিস্তেজ হয়ে পরলে তা অ্যানেমিয়ার লক্ষ্মণ।

৫) আপনার দুটি চোখ যদি কোনও কারণে দেখেন খুব ফুলে গেছে, তাহলে বুঝবেন আপনার থাইরয়েড হয়েছে।

কেআই/ডব্লিউএন 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি