ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ছেলের কবরে রাখা হবে আনিসুল হককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৯, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে শায়িত করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার জানাজা শেষে বনানী কবরস্থানে মেয়রের মা ও শাশুড়ির কবরের পাশে ছোট ছেলের কবরে আনিসুল হককে দাফন করা হবে।

এর আগে শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তারা আনিসুল হককে বিদায় জানান।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার সকালে তার মরদেহ বাংলাদেশে আনা হবে।

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি