জঙ্গিদের আইনি সহায়তা নয় : বেনজীর আহমেদ
প্রকাশিত : ১৪:২৭, ২ জুন ২০১৯

অন্যান্য অপরাধের ন্যায় জঙ্গিদের অপরাধকে সমানভাবে না নিয়ে আইনি সহায়তা দেয়া থেকে আইনজীবিদের বিরত থাকার আহবান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। ঈদকে ঘিরে নিরাপত্তার কথা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাব মহাপরিচালক বলেন, ‘হলি আর্টিজানে জঙ্গি হামলার পর থেকে এখন পর্যন্ত ৫১২ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩০০ জন জামিনে আছেন, যাদের অধিকাংশই পলাতক।’
জঙ্গিদের ভিন্ন দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আইনজীবিদের উদ্দেশ্যে বেনজীর আহমেদ বলেন, ‘জঙ্গিরা আদালতেও হামলা চালিয়েছে, আপনারাও তার বাহিরে নন। তাই, তা টাকা দিলেই অন্যান্য চুরি, ছিনতাই মামলার মত জঙ্গিদের পক্ষে দাড়ানো যাবে না।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘আপনারা যাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিনের ব্যবস্থা করেছেন, তাদের আবার কোর্টে হাজির করেন, সমস্যা নেই। কিন্তু দেখেন, তারা প্রায় সবাই পলাতক। তাই আপনাদের প্রতি অনুরোধ, জঙ্গিদের বিষয়টাকে আপনারা ভিন্নভাবে দেখবেন।’
জঙ্গিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, আইন ঠিকই আছে। প্রয়োগে অনেক সময় সমস্যা হতে পারে।
র্যাব ডিজি বলেন, ‘বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ও অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনও চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’
বেনজীর আহমেদ বলেন, ঈদযাত্রায় ভোগান্তি যাতে না হয় সেজন্য রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ১৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সড়কে যানজট এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে দেশজুড়ে ৪২টি স্থানে র্যাবের নজরদারি চলছে বলে জানান তিনি। তবে এবার সড়ক এবং নৌপথে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে, যদিও রেলপথে কিছুটা বিলম্ব রয়েছে বলে-যোগ করেন বেনজির আহমেদ।
ঈদে বাড়িতে যাত্রা স্বস্তিদায়ক রয়েছে, ফেরার যাত্রাও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন র্যাবের মহাপরিচালক।
আই/এসএ/
আরও পড়ুন