ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত : ১৮:৩৯, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪১, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২০০৪ সালের ২১ মে সিলেটে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় আনোয়ার  চৌধুরী প্রাণে বেচে গেলেও নিহত হন তিনজন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জঙ্গিসংগঠন হরকাতুল জেহাদ নেতা  মুফতি হান্নান, শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড দেন সিলেটের একটি আদালত। অপর ২ আসামীকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শেষে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে হান্নানসহ তিন আসামির মৃত্যুদন্ড এবং দুই জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রাখেন। মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামির মধ্যে হান্নান ও শাহেদুল আপিল করেন। শুনানি শেষে মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। বুধবার রায়ের পূর্ণাঙ্গ  কপি প্রকাশ করা হয়। আপিল বিভাগেও মৃত্যুদন্ডাদেশ বহাল থাকা বাকি দুই আসামি হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। এই মামলায় পাঁচ আসামি কারাগারে আছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি