ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ১৭:৫৪, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। জেলা পরিষদ মিলনায়তনে ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত উপজেলা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সেসময় তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মহুরীসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি