ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

জঙ্গিবাদ প্রতিরোধে গোপালগঞ্জে প্রতিদিন শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১০:৩৩, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৩, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ প্রতিরোধে গোপালগঞ্জের কাশিয়ানির একটি স্কুলে প্রতিদিন শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীরা জঙ্গিবাদের খারাপ দিক সম্পর্কে সচেতন হচ্ছে বলে জানালেন শিক্ষাকরা। ফুকরা মদনমোহন একাডেমির এ উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। কাশিয়ানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুকরা মদনমোহন একাডেমি। শিক্ষার্থী সংখ্যা হাজারেরও বেশি। প্রতিদিন কোরআন তেলাওয়াত-গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় অ্যাসেম্বলি। গুলশানে হলি আটিসার্ন রেস্টুরেন্টে হামলার পর শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ শেষে পড়ানো হয় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ। শপথ পাঠে দেশপ্রেমে উজ্জ্বীবিত হওয়ার পাশাপাশি জঙ্গিবাদকে ঘৃণা জানাচ্ছে শিক্ষার্থীরা। শুধু শপথই নয় শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় অনুশাসন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেয়া হয় অ্যাসেম্বলি থেকে। আর শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশেরও আয়োজ করে স্কুল কর্তৃপক্ষ । এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি স্কুলে এরকম উদ্যোগ নিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকর ফল আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি