ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে সরকার ও রাজনীতিবিদদের আরো সক্রিয় হওয়ার আহ্বান

প্রকাশিত : ১০:৪৭, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৭, ২৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কর্মক্ষম জনসংখ্যার সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। জনগোষ্ঠীকে দক্ষ করে ব্যবহার করতে না পারলে, তা কাল হয়ে সমাজে অস্থিরতা তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সেজন্য জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে সরকার ও রাজনীতিবিদদের আরো সক্রিয় হওয়ার আহ্বান তাদের। নির্ভরশীর মানুষের তুলনায় বেশী কর্মক্ষম মানুষের সুবর্ণ সময়, জনসংখ্যার বোনাসকালে বাংলাদেশ যাত্রা শুরু ২০১২ সালে। বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর তথ্য বলছে, ১৫ বছরের কমবয়সী শিশু এবং ৬৪ বছরের বেশী বয়স্ক নির্ভরশীল মানুষ একদশক আগেও প্রায় ৭০ শতাংশ ছিল, এখন তা কমে ৫০ শতাংশের নীচে। বিশেষজ্ঞরা বলছেন, যেকোন দেশ বা জাতির ইতিহাসে একবারই এমন সুযোগ আসে। তাই অভাবনীয় সম্ভাবনাকে কাজে লাগাতে না পারলে উল্টো ফল আনতে পারে। কর্মক্ষম জনসংখ্যার বোনাসকাল বাংলাদেশে ২০৩৩ সালেই শেষ হয়ে যাবে বলে দ্রুতই সরকার ও রাজনীতিবিদদের পরিকল্পনা নিতে হবে বলে মনে করেন তারা। পূর্ব এশিয়ার দেশগুলো জনসংখ্যার বোনাসকাল তিনদশকে কিভাবে এগিয়ে গেছে তা দৃষ্টান্ত হিসেবে নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি