ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জবানবন্দির পর কারাগারে তুহিনের বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১৮ অক্টোবর ২০১৯

স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে খুনের মামলায় তার বাবা আবদুল বাছিরকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সুনামগঞ্জের বিচারিক হাকিম মো. খালেদ মিয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাছির। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেয়া হয় তুহিনের পিতা আব্দুল বছিরকে। সেখান থেকে বছিরসহ বাকি তিনজনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এই মামলায় পুলিশ তুহিনের বাবাসহ ৫জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিনজনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি