ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

আজ ১৬ ডিসেম্বর, বিকেল ৩টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বলেন, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, ঐক্যফ্রন্টের প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলা, গণগ্রেফতার ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন ড. কামাল হোসেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি