জলবায়ু পরিবর্তনে স্বল্পোন্নত দেশগুলোর পাশে দাড়াতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান অর্থমন্ত্রীর
প্রকাশিত : ১৬:০৬, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৬, ২৯ জানুয়ারি ২০১৭
জলবায়ু পরিবর্তনে স্বল্পোন্নত দেশগুলোর পাশে দাড়াতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী আরো বলেন, ইউরোপ আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে বেশি পরিমান কার্বন ব্যবহার করছে। উন্নত বিশ্বের জ্বালানী বর্জ্যরে প্রতিক্রিয়ায় উপকূলীয় জলবায়ু বিপর্যয়ের মুখে পড়ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ সরকারও কাজ করছে।
আরও পড়ুন