ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫২, ৭ ডিসেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল।

শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের কমিটির বৈঠক শেষে জানানো হয় যে, শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী সোমবারের ঘোষিত সমাবেশও বৃহস্পতিবার সন্ধ্যায় স্থগিত করে জাতীয় ঐক্যফ্রন্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা জানান, জোটের সর্ববৃহৎ শরিক দল বিএনপি এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত না করায় ঘোষণা পেছানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি