ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

জাতীয় পার্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী: রুহুল আমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৭ নভেম্বর ২০১৮

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের চেয়ে বর্তমান নির্বাচনি পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।

আজ শনিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদারবলেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করবে। জাতীয় পার্টি এখন আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার কথা এখনও মনে রেখেছে। দেশের মানুষ তার নেতৃত্বাধীন সোনালী যুগে ফিরে যেতে চায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি