জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও সংশ্লিষ্টরা বিধিমালা প্রণয়ন করছেননা
প্রকাশিত : ১৮:২০, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২০, ১৬ জানুয়ারি ২০১৭
জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও সংশ্লিষ্টরা বিধিমালা প্রণয়ন করছেন না। তাই বিসিএস শিক্ষা ক্যাডারের অস্তিত্ব রক্ষায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
সকালে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আন্দোলন ও ক্ষোভের কথা জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সহ সভাপতি অধ্যাপক সুকুমার দত্ত। শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়নসহ ক্যাডার বহির্ভূত করে চাকরির শর্ত নির্ধারনেরও দাবীও জানান তিনি।
আরও পড়ুন