ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জাবালে নূরের চালক ও হেলপার ৭ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:২০, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাকায় পিষ্ঠ হয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের মামলায় জাবালে নূর পরিবহনের দুই বাস চালক ও দুই হেলপারের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। দুই বাসের চালক হলেন— সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-১১-৯২৯৭)- চালক, জাবালে নূর পরিবহনের আরও কয়েকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হোটেল রেডিসনের বিপরীত পাশে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে অপেক্ষায় থাকা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্রছাত্রীর ওপর উঠিয়ে দেয়।

এতে কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব মারা যান। ওই ঘটনায় নিহত ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর ফকির বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুই চালক ও দুই হেলপার ছাড়াও ঘাতক বাসের চারক মাসুম বিল্লাহ এবং জাবালে নূর পরিবহনের মালিক মো. শাহাদাৎ হোসেনেকে গ্রেফতার করা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি