ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জাবালে নূরের চালক ৭ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:৫৭, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় দুই বাসের পাল্লা দেওয়ার সময় চাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার জাবালে নূর গাড়ির চালক মাসুম বিল্লাহর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। তিনি মামলার সুষ্ঠু তদন্তের জন্য মাসুমের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এই রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম বলেন, জাবালে নূর বাসের চালক মাসুম বিল্লাহর বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সে-ই মূলত ঘটনার মূলহোতা। তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ জন শিক্ষার্থী। দুর্ঘটনার দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

জাবালে নূরের পরিবহনের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই শিক্ষার্থী। তারা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব-১। তার আগে ওই ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। ক্যান্টনমেন্ট থানায় এ মামলা নং ৩৩(৭)১৮।

এদিকে মামলাটি ক্যান্টনমেন্ট থানা থেকে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। মামলাটি বর্তমান তদন্তের করছেন ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন বাতিল করেছে বিআরটএ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি