ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

জামালপুর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পর্যাপ্ত জনবলের অভাবে জামালপুর জেনারেল হাসপাতালে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। রয়েছে শয্যা সংকটও। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন। 
জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে পাঁচশ’ থেকে ছয়শ’ রোগী ভর্তি থাকেন। শয্যা সংকটে অর্ধেকের বেশি রোগীর জায়গা হয় মেঝে ও বারান্দায়।
বহির্বিভাগে প্রতিদিন দেড় হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। মাত্র ৮ জন চিকিৎসককে তাদের সেবা দিতে হয়। 
আড়াইশ’ শয্যার হাসপাতালে ৯৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র ৪৮ জন। এ অবস্থায় সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানান চিকিৎসকরা।
জেলার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিবেচনায় শিগগিরই চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি