ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

জামায়াত থাকলে বিএনপির সঙ্গে আমরা নেই: ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১১ সেপ্টেম্বর ২০১৮

বৃহত্তর জাতীয় ঐক্য কিংবা জোট যাই হোক না কেন বিএনপির সঙ্গে জামায়াত থাকলে সেই জোটে গণফোরাম থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজ্জা চৌধুরী-ড. কামাল-আ স ম আবদুর রব-মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও দল। বিএনপি ঘরানার কয়েকজন বুদ্ধিজীবী এই জোট গঠনে পেছন থেকে কলকাড়ি নাড়ছেন। বিএনপির জোটে এখনও জামায়াত আছে।

বিএনপি জামায়াতকে ছাড়া জোট করবে না, আপনারা জামায়াতের সঙ্গে সেই জোটে থাকবেন কি-না? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ গেলে যেতে পারে, আমার দল (গণফোরাম) যাবে না।

তিনি আরও বলেন, আমি সারাজীবন জামায়াতকে সমর্থন করিনি, এখন করবো কেন? বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাদের সঙ্গে নাই। এছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

সংবাদ সম্মেলনে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি