জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা
প্রকাশিত : ১৫:৫০, ১২ নভেম্বর ২০২৫
৫ দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রুখতে সর্বস্তরের জনশক্তিসহ ৮ দলের নেতৃবৃন্দ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
তবে এর আগে যদি দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চম ধাপের কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে সমাবেশ করে ৪ মাস ধরে আন্দোলনে থাকা ৮টি রাজনৈতিক দল। রাজধানীর পল্টনে অনুষ্ঠিত ওই সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সেই সঙ্গে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে, দেশে সংসদ নির্বাচন হবে না বলেও সতর্ক করেন তারা।
জামায়াতসহ আন্দোলনরত ৮ রাজনৈতিক দলগুলোর ৫ দফা দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এএইচ
আরও পড়ুন










