ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জাহাজের ওপর বিলাসবহুল ভাসমান হোটেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৭ নভেম্বর ২০১৮

জাপানের ওসাকা দ্বীপের ১০০ মাইল পশ্চিমে একটি জাহাজের ওপর বিলাসবহুল ভাসমান হোটেল তৈরি করা হয়েছে। এটি মূলত জাপানের সেটোসি অঞ্চলের সেটু দ্বীপ সাগরে একটি জাহাজের ওপর তৈরি করা হয়েছে।

এই হোটেলে মোট ১৯টি কক্ষ রয়েছে। এক সঙ্গে ৩৮ জন যাত্রী এখানে বিলাসবহুলভাবে সময় অতিবাহিত করতে পারবেন।

এ জাহাজটি নির্মাণ করেছেন স্থপতি উয়াসুসি হুরিবে। এটি জাপানিজদের সাধারণ গেস্ট হাউজের মতই। কিন্তু এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ।  

হোটেলের নির্মাতা উয়াসুসি হুরিবে বলেন, জাহাজে হোটেল তৈরি একটি ভিন্ন ধারণা হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।

তিনি বলেন, এই হোটেলে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যার মাধ্যমে যাত্রীরা একটি আনন্দঘন সময় অতিক্রম করতে পারবেন।

হুরিবে বলেন, এই হোটেলে আপনার ইচ্ছামতো বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এখানে জাপানের ঐতিহ্যবাহী খাবরও পাওয়া যাবে।

যাত্রীরা চাইলে পাশের ছোট দ্বীপগুলোতে যেতে পারবে। এখানে যাত্রীদের জন্য সকালে হাটার ব্যবস্থা রয়েছে, রয়েছে একদিনের জন্য জেলে হওয়ার সুযোগ। এছাড়াও তারা স্থানীয় অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

উয়াসুসি হুরিবে আরও বলেন, আমি এখানে কাজ করতে পেরে খুবই আনন্দিত। এটি এমন একটি স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মজার বিষয় হচ্ছে- যে কোনো আবহাওয়াতেই হোটেলের রং বদলাবে। 

তথ্যসূত্র : সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি