ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জেনারেল ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৮৪ সালের এ দিনে এই বীর পুরুষের জীবনাবসান ঘটে।
জেনারেল ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তিনি যৌবনে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্টবেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবসর গ্রহণ করেন কর্নেল হিসেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন তিনি।

একাত্তরে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।
দিবসটি উপলক্ষে পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- সিলেট শহরের হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও স্মরণসভা।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি