জেনিফার স্মিচেলের জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:৪৫, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:১৭, ১২ জানুয়ারি ২০১৭
জেনিফার স্মিচেল আমেরিকান পেশাদার আইস হকি খেলোয়াড়। আমেরিকার জাতীয় আইস হকি দলের সদস্য ও আিলম্পিকে স্বর্ণ জয়ী খেলোয়াড়। ১৯৭৯ সালের ১২ই জানুয়ারী জন্ম গ্রহণ করেন এ তারকা আইস হকি খেলোয়াড়।
পুরো নাম জেনিফার লিন স্মিচেল। যুক্তরাষ্ট্রের পেশাদর এ আইস হকি খেলোয়াড় ১৯৭৯ সালের আজকের দিনে সেন্ট পলে জন্ম গ্রহণ করেন।
ছোটবেলা থেকেই খেলা-ধুলার প্রতি আগ্রহ ছিল তার। আর নিয়মিত সাফল্য পাওয়ায় পরিবার থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়।
৫ফিট ৪ ইঞ্চি লম্বা জেনিফার বাহাতী খেলোয়াড়। খেলেন স্ট্রাইকার পজিশনে। তার নৈপূণ্যে জায়গা করে নিয়েছেন দেশের শীর্ষ ক্লাবগুলোতে। পাশাপাশি জাতীয় দলের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।
১৯৯৮ সালে নাগানো অলিম্পিকে স্বর্ণ জেতে জেনিফার। এরপর ২০০২ সালে সল্ট লেক সিটিতে ও ২০১০ সালে ভানকুবার অলিম্পিকে রৌপ্য জেতেন এ আমেরিকান তারকা। এরআগে ২০০৬ সালে তুরিন অলিম্পিকে ব্রোঞ্জ জেতে জেনিফার।
২০০৫ সালে সুইডেনে বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জেতেন জেনিফার। এরপর ২০০৮ সালে চীন, ২০০৯ সালে ফিনল্যান্ড ও ২০১১ সালে সুইজারল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জেতেন জেনিফার।
এছাড়া ১৯৯৯ সালে ফিনল্যান্ড, ২০০০ সালে কানাডা, ২০০১ সালে যুক্তরাষ্ট্র, ২০০৪ ও ২০০৭ সালে কানাডা এবং ২০১২ সালে যুক্তরাস্ট্র বিশ্ব চ্যাম্পিয়নশীপে রৌপ্য জেতেন জেনিফার।
আর ২০১১ সালে সুইডেনে ৪ দেশীয় টুর্নামেন্টে স্বর্ণ জেতেন জেনিফার এবং ২০১০ সালে একই প্রতিযোগিতায় রৌপ্য জেতেন জেনিফার। খেলা থেকে অবসর নেয়ার পর কোচ হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে জেনিফার স্মিচেলের।
আরও পড়ুন