ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জেলা পরিষদ সদস্যদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান

প্রকাশিত : ১২:২১, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩০, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জেলা পরিষদ সদস্যদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। জেলা পরিষদের মাধ্যমে গণতন্ত্রের শেখর আরো গভীরে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। জেলা পরিষদের নির্বাচন বিজয়ী চেয়ারম্যানদের সম্প্রতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নব নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন স্থানীয় সরকার মন্ত্রী। দুই দফায় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় মন্ত্রী বলেন, যারা ২১ বছর ক্ষমতায় থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি, তারাই জেলা পরিষদ নির্বাচন নিয়ে কটাক্ষ করে। জেলা পরিষদ প্রতিনিধিরা দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে প্রত্যয় জানান। অনুষ্ঠানে শপথ নেন ১ হাজার ১শ৬৯ জন সদস্য। ৫১ জন সদস্য মামলা জটিলতার কারনে শপথ নিতে পারেনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি