ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জোহরা বেগম কাজীর ১৪তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৭ নভেম্বর ২০২১

অবিভক্ত বাংলার প্রথম মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজীর ১৪তম মৃত্যুবার্ষিকী ১৫ অক্টোবর। 

তিনি ১৯১২ সালের এই দিনে অবিভক্ত ভারতের মধ্যপ্রদেশের রাজনানগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ডা. কাজী আবদুস সাত্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামে। ডা. জোহরা বেগম কাজী দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজ থেকে ১৯৩৫ সালে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস উত্তীর্ণ হন। এবং সম্মানজনক ‘ভাইসরয়’ পদকে ভূষিত হন। 

মানবসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, রোকেয়া পদক, বিএমএ স্বর্ণপদকে ভূষিত হন। ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাকে তঘমা-ই-পাকিস্তান খেতাবে ভূষিত করে।

কর্মময় জীবনে তিনি সম্মিলিত সামরিক হাসপতালে অনারারী কর্নেল পদে, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, বাংলাদেশ মেডিক্যাল কলেজসহ বিভিন্ন স্থানে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

ডা. জোহরা কাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ও  তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সকাল ১১টায় রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হবে। 

উপমহাদেশের প্রখ্যাত এই চিকিৎসক ২০০৭ সালের এই দিনে ঢাকায় নিজ বাসভবনে মারা যান।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি