ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

জোড়া লাগা শিশুর সফল অপারেশন

প্রকাশিত : ১৭:৪৯, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জোড়া লাগা শিশু মোহাম্মদ অলীর সফল অপারেশন শেষে তার মায়ের কোলে তুলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে শিশু মোহাম্মদ আলীর সকল চিকিৎসা ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জন্মের তৃতীয় দিন ১০ মার্চ শিশু মোহাম্মদ আলীকে অপূর্নাঙ্গ জোড়া লাগা জমজ অবস্থায় ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। দীর্ঘ পর্যবেক্ষন শেষে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসতরা। ২০ জুন সফল অস্ত্রপচারে বাড়তি প্রত্যঙ্গ বাদ দেয়া হয়। ১ মাস পর সুস্থ্য-স্বাভাবিক শিশুটি ফেরে মায়ের কোলে। সন্তানকে পেয়ে খুশি মা । হাসপালের সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। চিকিৎকরা জানান,  শিশু আলী এখন সস্পূর্ন সুস্থ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি