ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জ্ঞান অর্জনের মনোভাব নিয়ে বই পড়ার আহবান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত : ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শুধু পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান অর্জনের মনোভাব নিয়ে পাঠ্যসূচির বাইরে অন্যান্য বই পড়ারও আহবান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ইউআইটিএস এর বসন্তকালীন নবীন বরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু জিপিএ-ফাইভ এর পেছনে ছুটলে হবে না। প্রকৃত জ্ঞান অর্জন করতে পারলেই ছাত্রছাত্রীরা নিজেদের ভেতরের সম্ভাবনা খুঁজে বের করতে পারবে। সেক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইওয়ান উইরানাতা আতমাজ, ইউআইটিএস এর চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমানসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি