ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

টিএসসি মিলনায়তনে `সেলুলয়েডে বঙ্গবন্ধু` শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৩১, ১৬ আগস্ট ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর নির্মিত ` সেলুলয়েডে বঙ্গবন্ধু` শীর্ষক  শিরোনামে ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। তিনদিন ব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এই প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র `হোসাইন জীবন জানান, প্রতি বছর এই আয়োজন করা হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুকে বিশ্বময় ছড়িয়ে দেয়া। এর মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারবে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি নিয়ে  `বঙ্গবন্ধু ও বাংলাদেশ` শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন লবি গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী- ২০১৭ আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। 

 কেআই/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি