ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

টিভি চালানো নিয়ে কাণ্ড! শাশুড়ির আঙুল কামড়ে দিলেন বউমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১১ সেপ্টেম্বর ২০২২

বোকাবাক্সকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ভারতের মহারাষ্ট্রে। জোরে টিভি চলায় তা বন্ধ করে দেন শাশুড়ি। তার জেরেই শাশুড়ির হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ এলাকায়। 

অভিযুক্ত মহিলার নাম বিজয়া কুলকর্ণি। তার শাশুড়ির নাম ব্রুশালি বলেই জানা গিয়েছে। অভিযোগ, বাড়িতে টেলিভিশন দেখছিলেন বিজয়া। বেশ জোরেই চালিয়েছিলেন টিভি। পাশের ঘরে নামসংকীর্তন করছিলেন বিজয়ার ষাট বছরের শাশুড়ি ব্রুশালি। টিভির আওয়াজে তিনি মন দিয়ে নামসংকীর্তন করতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ মনোসংযোগ করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পাশের ঘরে গিয়ে বউমাকে টিভির আওয়াজ কমাতে বলেন ব্রুশালি। 

তবে, শাশুড়ির কথায় মোটেও কান দেননি বিজয়া। টিভির আওয়াজ তিনি কমাননি। তাতেই বিরক্ত হন ব্রুশালি। বিজয়াকে কটূকথা শুনিয়ে দেন। শাশুড়ি-বউমার ঝামেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণ ঝামেলা চলার পর আচমকা টিভি বন্ধ করে দেন ব্রুশালি। এতেই ক্ষিপ্ত হয়ে শাশুড়ির হাতে কামড় বসিয়ে দেন বিজয়া। 

বউমার কামড়ে ব্রুশালির তিনটি আঙুল  ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসে ব্রুশালির ছেলে। স্বামীকেও নাকি ছাড়েনি গৃহবধূ। অভিযোগ, স্বামীর গালেও চড় মেরে দেন বিজয়া। ঘটনার আকস্মিকতায় চমকে যান ব্রুশালির ছেলে।

পরে মায়ের যন্ত্রণা দেখে তার সম্বিত ফেরে। প্রথমে ষাট বছরের মহিলার চিকিৎসা করানো হয়। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর। স্থানীয় শিবাজিনগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। অভিযোগ পেয়ে চমকে যায় পুলিশও। পরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। তবে অভিযুক্ত গৃহবধূকে এখনও গ্রেপ্তার করা হয়েছে কি না, সেই সম্পর্ক এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি